
ওয়েব ডেস্ক: নয়া ভূমিকায় কাজল আগরয়াল (Kajal Agarwal)। এবার দেবী পার্বতীর (Devi Parvati) ভূমিকায় পর্দায় দেখা মিলবে তাঁর। সিনেপাড়া সূত্রে খবর, ‘কান্নাপ্পা’ (Kannappa) দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের (Prabhas) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কাজল।
প্রভাস-কাজল জুটিকে মাইথোলজি নির্ভর গল্পের মুখ্য ভূমিকায় দেখতে উদগ্রীব দর্শক মহল। শোনা যাচ্ছে, ‘কান্নাপ্পা’ ছবির অন্যান্য ভূমিকায় থাকছে অক্ষয় কুমার, মোহনলাল।
আরও পড়ুন: চুপিসারে কি বিয়ে সারলেন অঙ্কুশ – ঐন্দ্রিলা!
কাজল সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “সত্যিই একটি স্বপ্নের চরিত্র! এই ঐশ্বরিক নোট #কান্নাপ্পা #হরহরমহাদেব #মাপার্বতী করতে পেরে খুশি।” তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী তামান্না ভাটিয়া মন্তব্য করেছেন, “খুব সুন্দর।”
দেখুন আরও খবর :