নয়াদিল্লি: একে রবিবার তায় বর্ষশেষের রাত। গোটা দেশ একেবারে মৌতাতে মজে রয়েছে। এই অবস্থায় কেউ যাতে বেগড়বাই না করে, তার জন্য এদিন সকালেই রাজধানীবাসীকে সতর্ক করল দিল্লি পুলিশ। শুধু গালভরা ভাষায় সতর্কতা নয়, লেখার মধ্যে মজা করে বলিউডি টুইস্ট রয়েছে। পার্টি করতে করতে বেঙ্গালুরুর ৩৩ তলা থেকে পড়ে ২৭ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী দীপাংশু শর্মার মৃত্যুর পরে দিল্লি পুলিশের এই বিজ্ঞাপন সকলের নজর কেড়েছে।
এদিন সকাল ৯টায় এক্স বার্তায় দিল্লি পুলিশ লিখেছে, ‘সাম বাহাদুরি’ ইসি মে হ্যায় কি সেফটি কো ‘ভগবান ভরোসে’ মত রাখো…আফটার অল, আপ ভি ‘কিসি কা ভাই, কিসি কি জান’ হো। খেয়াল রাখতে হবে প্রতিটি কথার মধ্যে একটি করে বলিউডি সিনেমার নাম রয়েছে। যে সিনেমা ও ওটিটিগুলি ২০২৩ সালেই মুক্তি পেয়েছে অথবা নতুন বছরে মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: বছরের শেষদিনেও শহরে উধাও শীতের আমেজ
ইংরেজি নববর্ষের প্রাক সকালে দিল্লি পুলিশের এই বার্তায় সকলে হাসলেও এর মধ্যে নিজের ও অন্যের জীবনরক্ষার উপদেশ রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়ার নয়া চাল দেখে যারপরনাই খুশি নগরবাসী। দেখা যাক কী লেখা হয়েছে পুলিশের তরফে।
SAM BAHADURi isi mein hai ki safety ko BHAGWAN BHAROSE mat rakho.. after all, aap bhi KISI KA BHAI, KISI KI JAAN ho!#NewYear#NewYearEve#NewYear2024 pic.twitter.com/ErEllJNIHN
— Delhi Police (@DelhiPolice) December 31, 2023
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাম বাহাদুর সিনেমার নাম দিয়ে পাদটিকা লিখে একটি কালো ব্যাকগ্রাউন্ডে উপর সিনেমাগুলির নামের ধাঁচ বসিয়ে লেখা রয়েছে,
নিউ ইয়ার্স ইভ পর
‘মস্ত মে রহনে কা’
লেকিন
‘জারা হটকে জারা বাচকে’
অগর
‘অ্যানিম্যাল’
বনকর
‘বাওয়াল’
ইয়া
‘নন স্টপ ধামাল’
মচায়া তো কহিঁ অ্যায়সা না হো কি
‘২০২৪’
কা পহেলা দিন আপনি
‘দি গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’
কে বজায়ে
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’
কে সাথ মনানা পড়ে।
অন্য় খবর দেখুন