মুম্বই: ঘরের মাঠে ফের লজ্জার নজির গড়ল ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ ২৪ বছর পর এইভাবে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া! ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হার টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের আরেকটি লজ্জার অধ্যায় হয়ে দাঁড়াল। ১৪৭ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি সকলেই ফের একযোগে ব্যর্থ হলেন। ঋষভ পন্থ মরিয়া লড়াই করলেও তাঁর ইনিংসও শেষ হয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে।
আরও পড়ুন: অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টে কতটা এগিয়ে ভারত?
যদিও ওয়াংখেড়ের পিচে ভারতীয় ব্যাটসম্যানদের এই চরম ব্যর্থতা অবিশ্বাস্য। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খান – প্রত্যেকেই ঘরের মাঠে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কেউই সেই সুযোগকে কাজে লাগাতে পারলেন না। দ্বিতীয় ইনিংসে আগ্রাসী শট খেলার চেষ্টায় রোহিত মাত্র ১১ রান করে আউট হন। যশস্বী এবং সরফরাজের ক্ষেত্রেও একই ধরনের ভুল দেখা যায়। যশস্বী এলবিডব্লিউ আউট হন এবং সরফরাজ মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। এই বিপর্যয়ের মধ্যে ঋষভ পন্থের সাহসী ৬৪ রানের ইনিংস কিছুটা আশার আলো জ্বালালেও, থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে তাঁর ইনিংসও শেষ হয় অসময়ে। ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে সকলের মধ্যে ধৈর্যের অভাব দেখা গেল ফের একবার। পন্থের আউটের পর দলের অন্য ব্যাটসম্যানরা চাপ সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হলেন। অশ্বিন, আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দর প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে ভারতীয় ইনিংস শেষ হয় ১২১ রানে।
শেষমেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের তিনটি ম্যাচই হারতে হল ভারতকে। এর ফলে ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা আর কঠিন হয়ে দাঁড়াল। কারণ, এরপর টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিদেশের মাটিতে এই সিরিজ ভারতের জন্য মোটেও সহজ হবেনা। দলের তারকা ব্যাটসম্যানরা ফর্মে না ফিরলে সেই সিরিজেও যে এভাবে ভরাডুবির মুখোমুখি হতে পারে ভারত, তা নিঃসন্দেহে অনুমান করা যায়।
দেখুন অন্য খবর: