নিউটাউন: বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা (Fraud Giving Employment)। নিউটাউন (Newtown) আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের পাঁচ জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানা পুলিশ (Eco Park Police)। বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। নিউটাউন আকাঙ্ক্ষা মোড় এর কাছে যা চকচকে অফিস করে বেকার ছেলেমেয়েদের প্রতারিত করা হচ্ছিল। ধৃতদের মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের খোঁজ পেতে তৎপর পুলিশ।
আরও পড়ুন: জামতারা গ্যাংয়ের সদস্যরা ধরা পড়ল পুলিশের জালে
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকোপার্ক থানার পুলিশ। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতিদের টার্গেট করা হত। তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো। শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার, উড়িষা, ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হত। ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই চক্র এর সঙ্গে আরও কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে পাঠানো হবে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকোপার্ক থানার পুলিশ।
অন্য খবর দেখুন