নয়াদিল্লি: এবার লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি (BJP)। একক ক্ষমতায় কেন্দ্রে সরকার গড়তে পারেনি এনডিএ। শরিক জেডিইউ, টিডিপি দলগুলির ভরসায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিরোধীরা বলেছেন, এই সরকার বেশি দিন টিকবে না। তারই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কার্যত ঘোষণা করে দিলেন পরেরবারও ক্ষমতায় আসছে এনডিএ। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই। একটি সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই বক্তব্য পেশ করেন শাহ। রবিবার চণ্ডীগঢ়ে তাঁর এই বক্তব্যে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তাঁর বক্তব্যে বিরোধীদের কটাক্ষ করে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী বেঞ্চে বসার জন্য প্রস্তুত হন। বিরোধী হিসেবে কীভাবে কাজ করতে হয় তা শেখার চেষ্টা করুন। প্রশ্ন উঠেছে সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে কেন এই কথা বলতে গেলেন শাহ। তবে কি কোনও ভয় কাজ করছে? এদিন অমিত শাহ বলেছেন, যাঁরা বারবার বলছেন এই সরকার বেশিদিন টিকবে না, তাঁদের আশ্বস্ত করে বলতে চাই এনডিএ সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে। পরের সরকারও এনডিএ গঠন করবে। ফিরবেন নরেন্দ্র মোদি। ওঁরা ভুলে যাচ্ছেন গত তিনটি লোকসভা নির্বাচনে কংগ্রেস সব মিলিয়ে যত আসন পেয়েছে এবারে বিজেপি তার থেকে বেশি আসন পেয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে বাড়ছে মৃতের সংখ্যা, জ্বলছে ঢাকা
আরও খবর দেখুন