নয়াদিল্লি: ফের সক্রিয় হল এনআইএ (NIA)। সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর ষড়যন্ত্র রুখতে মহারাষ্ট্র ও কর্নাটক সহ মোট ৪৪ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। ইতিমধ্যে জঙ্গি নাশকতায় জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। সূত্রের খবর, মহারাষ্ট্র (Maharastra) এবং কর্ণাটকের (Karnataka) পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবিরোধী সংস্থার গুপ্তচররা এই অভিযান চালিয়েছে। শনিবার সকাল থেকে মহারাষ্ট্রের পুনে, মীরা, ভায়ান্দার এবং থানের একাধিক এলাকায় আইসিস জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় এনআইএ। সন্দেহভাজন ধৃতরা ভারতে নাশকতার ছক কষেছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কর্নাটক ও মুম্বইয়ে ইসলামিক স্টেটের সম্ভাব্য ঘাঁটিগুলিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বেহিসাবি অর্থ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, স্মাট ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এনআইয়ের এক কর্তা জানিয়েছেন, ধৃতরা বিদেশি হ্যান্ডলারগদের দ্বারা পরিচালিত হত। সেই সঙ্গে নাশকতা চালানোর জন্য ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত।
আরও পড়ুন: সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে ইসলামিক স্টেটের জঙ্গিদের খোঁজে মুম্বইয়ের একাধিক এলাকায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। মুম্বই ছাড়াও ভারতের একাধিক স্থানে এই জঙ্গি সংগঠনের সদস্যরা ঘাঁটি গেড়েছে বলে গোয়েন্দারা জানতে পারে। এ নিয়ে একটি মামলাও করেছিল এনআইএ। তারই পদক্ষেপ হিসেবে কর্নাটক ও মহারাষ্ট্রে এই অভিযান বলে মনে করা হচ্ছে।
দেখুন আরও অন্য খবর