কলকাতাঃ দিনকয়েক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। ঘটনার জেরে আহত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও দেহরক্ষী। খবর পেয়ে তৎক্ষণাৎ অর্জুন সিংহকে ফোন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুনঃ আরজি করের পর গণ ইস্তফার হুঁশিয়ারি দিল মেডিক্যাল
প্রাক্তন সাংসদের শারীরিক খোঁজখবর নিতে তাঁর জগদ্দলের মজদুর ভবনের বাড়িতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি মেঘনা মোড়ের একটি দুর্গা প্রতিমা দর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘ব্যারাকপুরের অর্জুন সিং এখানকার তৃণমূল নেতাদের পথের কাঁটা। তাই তাকে সরাতে সব রকম প্রচেষ্টা করছে এখানকার তৃণমূলের নেতারা। অর্জুন সিং এর নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলেই তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে।’
অপরদিকে, বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দিত হওয়ার মতো কথা। বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডের উপর হামলার ঘটনা তদন্ত শুরু করতে চলেছে এনআইএ। ইতিমধ্যেই এনআইএ তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার নথি চেয়ে পাঠানো হয়েছে।’
আরও খবর দেখুনঃ