মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস রবিবার লস অ্যাঞ্জেলেসে তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি দিওয়ালি পার্টিতে যোগ দেন। সেই পার্টিতে হাত ধরে থাকতে দেখা গিয়েছে নিক-প্রিয়াঙ্কা’কে। সেই পার্টির ছবিগুলি একটু দেরিতেই সোশ্যালমিডিয়ায় পোস্ট করা হয়। কিন্তু দম্পতিকে পার্টি থেকে বেরিয়ে যেতে দেখায়৷
এদিন প্রিয়াঙ্কাকে লাল মাইক্রো ভেলভেট ব্লাউজ, দোপাট্টা এবং একটি সোনালি লেহেঙ্গায় দেখা যায়। এছাড়াও তিনি খোঁপা করে চুল বাঁধেন। তাতে লাল গোলাপও লাগান। দেখতে লাগছিল তাঁকে বেশ। এছাড়াও প্রিয়াঙ্কা গলায় পড়েছিলেন, বুলগারি সর্প নেকলেস।
আরও পড়ুন: ফের মা হচ্ছেন অনুষ্কা! স্পষ্ট ‘বেবে বাম্প’
অপরদিকে, সাদা কুর্তা, সাদা পায়জামা এবং গোলাপী ব্রোকেড জ্যাকেটে নিক’কেও কিন্তু বেশ দারুন লাগছিল। এদিকে নিকের ভাই জো জোনাসকেও দেখা গেছে নীল কুর্তা পায়জামায়।
অন্য খবর দেখুন: