কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে রাতে কর্মরত মহিলাদের (Women) স্বার্থে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের। চালু হচ্ছে রাতের সাথী প্রকল্প (Rater Sathi App)। থাকবে বিশেষ অ্যাপ। যে কোনও প্রয়োজনে, সমস্যায় পড়লে ওই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন মহিলারা। তা যুক্ত থাকবে পুলিশের (Police) সঙ্গে। নবান্নে শনিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
মহিলাদের নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আলাপন। তিনি জানিয়েছেন, কর্মক্ষেত্রে যে বিশাখা গাইড লাইন মানা হয় তা দেখতে হবে। হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোতে পুরুষ নিরাপত্তারক্ষীদের সঙ্গে মহিলা নিরাপত্তারক্ষীদেরও রাখতে হবে। সিসিটিভি বাড়বে। মহিলা ডাক্তার ও নার্সদের কাজের সময় যেন ১২ ঘণ্টার বেশি না হয় তা দেখতে হবে। পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়, বিশ্রামকক্ষ থাকে তা দেখতে হবে।
আরও পড়ুন: কমলার দলের নেত্রীকে কাছে টেনে ডেমোক্র্যাটের বিরুদ্ধে লড়াই ট্রাম্পের
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তারপরই মহিলাদের নিরাপত্তা নিয়ে আলোড়ন পড়ে। সেই ঘটনায় কলকতা পুলিশ একজনকে গ্রেফতার করে। পরে তদন্ত যায় সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত আরজি করে জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে কর্মবিরতি করছে। এদিনই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে দেশ জুড়ে জরুরি পরিষেবা ছাড়া কর্মবিরতি পালন করেন ডাক্তাররা।
আরও খবর দেখুন