নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে বলতে বাধা দেওয়ায় আসলে মুখ পুড়ল কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিরোধী দলের কোনও মুখ্যমন্ত্রীই শনিবার ওই বৈঠকে হাজির হননি। সেখানে বিরোধী দল ইন্ডিয়া জোটের একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন মমতা। তাঁকে নির্দিষ্ট সময় কিংবা একটু বেশি বলতে দিলে কি ক্ষতি হত মোদি সরকারের? নাকি সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই এই সরকারের, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজনৈতিক মহলে অনেকে এও বলতে শুরু করেছে, মোক্ষম চাল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা বাজেটে বিরোধী দলের সরকার থাকা রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে বলে এই বৈঠকে আসেননি। বয়কট করেছেন। তাতে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের যতটা ভাবমূর্তি খারাপ হয়েছে তার চেয়ে এর প্রতিক্রিয়া হয়েছে বেশি। বৈঠকে কেন্দ্র সরকারের সমালোচনা করে ও বৈঠক থেকে মাঝপথে বেরিয়ে এসে রাজনৈতিক মহলে ঝড় তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে মমতাকে অসম্মান, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের
আরও খবর দেখুন