নয়াদিল্লি: নীতীশ কুমারের (Nitish Kumar) কি বয়স হয়ে গিয়েছে? তাঁর কি এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়া উচিত? নাম না করে খানিকটা এরকম ঢঙেই বিহারে (Bihar) নীতীশ কুমার সরকারের মন্ত্রীর আচমকা সোশ্যাল মিডিয়া পোস্ট করা একটি কবিতায় আলোড়ন পড়ল। প্রশ্ন উঠল তবে কি ডেজিইউয়ের মধ্যে নীতীশকে চাইছেন না অনেকে? এ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ঘটনার জেরে ওই মন্ত্রীকে তলব করলেন নীতীশ।
তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই মন্ত্রী অশোক চৌধুরী দাবি করেছেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই। কেউ আমাকে লেখাটি পাঠিয়েছিলেন আমি সেটা পোস্ট করেছি। যে আমার নেতা তাঁর সম্পর্কে আমার এই কবিতা নয়। তবে তিনি এই কথা বললেও রাজনীতির কারবারিরা বিষয়টির মধ্যে অন্য কিছুর ইঙ্গিত পেতে শুরু করেছে। ঘটনায় আসরে নেমে পড়েছে তেজস্বী যাদবের আরজেডি। তবে অনেকেই মনে করছেন খেলোয়াড় নীতীশ বিষয়টিকে এতো সহজে ছেড়ে দেবেন না। এই বিষয়ে মুখ না খুললেও মনে করা হচ্ছে নীতীশ ঘনিষ্ঠ বলে পরিচিত ওই মন্ত্রীর মন্ত্রিসভাতে আর বেশি দিন ঠাঁই হবে না। জেডিইউ সূত্রে খবর, ওই মন্ত্রীর পিছনে বিরোধীদের ইন্ধন রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন নীতীশ।
আরও পড়ুন: সরকারি সাক্ষীদের কেউ চিনতে পারেননি, দিল্লি হাঙ্গামায় দুই অভিযুক্তর মুক্তি
আরও খবর দেখুন