ওয়েব ডেক্স: হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করে তবে কি অনেক বড় ভুল করে ফেললেন নেতা নিয়াহু? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরোতি চুক্তি কি ইরানকে সময় দিল হিজবুল্লাকে আরো অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য? সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে আফসোস করতে হবে নেতা নিয়াহু প্রশাসনকে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তার মানে কি আরও শক্তিশালী হয়ে ফিরছে হিজবুল্লা?
যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর ইজরাইলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুদ্ধের এক বছরের ক্ষত সারিয়ে নিচ্ছে হিজবুল্লা। বাড়িয়ে নিচ্ছে নিজেদের সশস্ত্র শক্তি। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এবার একটু জন্য হলেও নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এও জানানো হয়েছে যে, এই যুদ্ধবিরতি চুক্তি আসলে হিজবুল্লার জন্য একটি সুযোগ।
আরও পড়ুন: প্রেসিডেন্ট পুতিনের ভ্রুকুটির শিকার জর্জিয়া
যুদ্ধের সময় সংগঠনটির নেতাদের হত্যা করে তাঁদের ভীত নাড়িয়ে দিয়েছে ইজরায়েল। তাঁবড় তাঁবড় নেতাদের হত্যা করে হিজবুল্লাকে আরো কোণঠাসা করার পরিকল্পনা করেছিল নেতা নিয়াহু প্রশাসন। কিন্তু ব্যর্থ হয়েছে তেল আবিব। আবার এখান থেকে প্রশ্ন উঠছে তবে কি ইরান সহযোগিতা করবে হিজবুল্লাকে?
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধবিরতি আসলে ইরানকে সুযোগ করে দিয়েছে হিজবুল্লার অস্ত্রের জোগান বাড়ানো -র। আরো বলা হয় যে, বোমা হামলার সময় সবচেয়ে বিপদে ছিল হিজবুল্লা। গোপন সূত্রে খবর মিলছে, হিজবুল্লা সংগঠনটি যাতে টিকে থাকে তার জন্য সংগঠনটির পুনর্গঠনের তহবিল সংগ্রহ শুরু করেছে তেহরান।
দেখুন আরও খবর: