নয়াদিল্লি: নিট ইউজির (Neet UG) ফের পরীক্ষা (Retest) নেওয়ার দাবি খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। পদ্ধতিগত লঙ্ঘনের (Systemic Breach) কোনও প্রমাণ (No Evidence) নেই। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অর্ডারে জানিয়েছে, নিট ইউজির পরিকল্পনামাফিক প্রশ্নফাঁসের (Systemic Leak) যথেষ্ট প্রমাণ নেই। ফলে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪ বাতিলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, নতুন করে নিট ইউজি নিলে ২০ লক্ষ পরীক্ষার্থীর খারাপ পরিণতি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই নিট মামলার এদিন রায় দেন। এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও আইআইটি মাদ্রাজের রিপোর্ট খতিয়ে দেখেছেন। সেখানে বড় আকারে প্রশ্নফাঁসের ঘটনা নেই। তবে সেই সঙ্গে গত ৫ মে নিট ইউজির পরীক্ষায় কিছু অনিয়মের কথা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, মামলার তদন্তকারী সংস্থা সিবিআই আগেই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল গত ৫ মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগে। সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র পটনায় পাঠানো হয়েছিল। তবে সেই ফাঁস স্থানীয়স্তরে হয়েছে দাবি করে পরীক্ষা বাতিলের দাবির বিরোধিতা করেছিল সিবিআই। প্রসঙ্গত, নিট ইউজিতে প্রশ্ন বিক্রির অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। নিট ইউজি বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে একাধিক মামলা হয়েছিল।
আরও পড়ুন: শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা স্থানীয়দের, বিক্ষোভ
আরও খবর দেখুন