কলকাতা: আপাতত দুই কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিচ্ছেন না কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় (Mala Roy)। মঙ্গলবার কলকাতা পুরসভার নিজের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যে বিজেপি এবং তৃণমূল কাউন্সিলরদের চিঠি পেয়েছি। অসীম বসু ও সজল ঘোষ শোকজের উত্তর দিয়েছেন। তবে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। শুধুমাত্র সতর্ক করা হচ্ছে বলে জানালেন চেয়ারম্যান মালা রায়।
তিনি জানান যে কলকাতা পুরসভার (Calcutta Municipality) নিজের একটা গরিমা এবং সম্মান আছে। তাই সমস্ত কাউন্সিলর দের সেটার সম্মান করতে হবে। এই ধরনের আচরণ কক্ষে প্রত্যাশিত নয়। তাই আগামী দিনের জন্য সবাই কে সতর্ক করা হয়েছে। যাতে আগামিদিনে এই ধরনের ঘটনার পর্ণরাবৃত্তি না হয়। তাই এবারের মত তাদের কে শুধু সতর্ক করা হল। তিনি জানান যে আমি দুই কাউন্সিলরের শো কাজের উত্তরে সন্তস্ত হয়েছিল। ফলে পরবর্তী সময়ে যদি এই ধরনের ঘটনা ঘটলে কঠোর অবস্থান গ্রহণ করার হুশিয়ারি ও দিলেন কলকাতা পৌর সংস্থার চেয়ারম্যান মালা রায়।
আরও পড়ুন: সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে অধ্যক্ষকে হুমকি মদনের
চলতি মাসে পুরসভায় অধিবেশন চলাকালীন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলরেরা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপির কাউন্সিলরা। বিজেপির দাবি, তৃণমূল কাউন্সিলরেরাই মারধর করেছেন তাঁদের। এরপর অভিযোগ নিয়ে তৃণমূল কাউন্সিলরেরা মেয়র ফিরহাদ এবং চেয়ারপার্সন মালা রায়ের দ্বারস্থ হন। তাঁর কাছে লিখিত কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন তৃণমূল কাউন্সিলররা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চেয়ারপার্সন মালা
আরও অন্য খবর দেখুন