কলকাতা: ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, তার আগেই শুক্রবার থেকে খাতড়া মহকুমা দপ্তরে মনোনয়ন প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর এখনও পর্যন্ত এদিন কোনও দলের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: পিঁপড়ের চাকে পাঁচ বছরের শিশুকে ফেলে দিল সিপিএম নেতা !
নির্বাচনী প্রক্রিয়ার পয়লা ধাপেই, যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহকুমা শাসকের দপ্তর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। মূল ফটক ছাড়াও ভিতরেও মোতায়েন মোতায়েন রয়েছেন পর্যাপ্ত পুলিশ কর্মী। একই সঙ্গে মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর সন্তুষ্ট হলে, পুলিশ কর্মীরা তাদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন, বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ সরকারকে হারিয়ে লোকসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নেন। ফলে নিয়মানুযায়ী অরুপ চক্রবর্ত্তীকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। এই অবস্থায় বিধায়ক শূন্য হয়ে তালডাংরা। ফলে এই কেন্দ্রে নির্বাচনঅবশ্যম্ভাবী হয়ে পড়ে।
আরও খবর দেখুন: