নয়াদিল্লি: মসজিদ ও সংলগ্ন কিছু বাড়িতে অগ্নিসংযোগে অভিযুক্ত পিতা-পুত্রকে মুক্তির নির্দেশ আদালতের (Court)। অভিযোগ সম্পর্কে সন্দেহের অবকাশে ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি সাম্প্রদায়িক হাঙ্গামায় এমন অগ্নিসংযোগে অভিযুক্ত পিতা-পুত্রকে মুক্তির নির্দেশ কারকারডুমা আদালতের।
মসজিদে নামাজ সেরে বাড়ি ফেরার সময় বেশ কিছু লোককে গলিতে দেখেন অভিযোগকারী মহঃ মুনাজির। সেই জনতা মসজিদের কাঁচ ভেঙে আগুন লাগানোর পর নিকটবর্তী বাড়িগুলোতেও আগুন দেয়। তাঁর বাড়িতেও ঢিল ছোঁড়া হয়। গুলি চালানোর শব্দ তিনি পেয়েছেন। এমনকি গ্যাস সিলিন্ডার ছোঁড়ার শব্দ মিলেছে। আগুন লাগানোর পর ওই জনতা তাঁর বাড়ি থেকে সোনার গহনা এবং দেড় লক্ষ টাকার লুট করে বলেও অভিযোগ।
আরও পড়ুন: উপযুক্ত পদক্ষেপ নয়, শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধের দাবিতে মত সুপ্রিম কোর্টের
শুনানিতে অভিযুক্তদের চিহ্নিত করার সময় ক্ষতিগ্রস্ত বা সরকারি সাক্ষীদের কেউই তাদের চিনতে পারেননি। হাঙ্গামাকারীদের মধ্যে অভিযুক্তদের দেখা যায়নি বলেই তারা জানান। অন্যদিকে তদন্তকারীদের অংশ দুই পুলিশ অভিযুক্তদের হাঙ্গামায় জড়িত থাকার যে সাক্ষ্য দিয়েছেন, তা অস্বাভাবিক। তাই শুধুমাত্র দুই পুলিশের বয়ানের ভিত্তিতে সাজা হতে পারে না। এই প্রেক্ষাপটে সন্দেহের অবকাশে অভিযুক্তদের মুক্তির নির্দেশ।
আরও খবর দেখুন