কলকাতা: অভিনেত্রীর নাচে কুপোকাত অনুরাগীরা। কথা হচ্ছে নোরা ফতেহির। ‘দিলবর’-এ নোরা ফতেহির (Nora Fatehi) নাচ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল। এবার খুদে ফ্যানের সঙ্গে নেচে আসর জমালেন অভিনেত্রী। চোখ রাখব সেই দৃশ্যে
আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট, বিবাহবন্ধনে অনুরাগকন্যা আলিয়া
বলিউডে আইটেম গার্ল হিসেবে দারুণ জনপ্রিয় নোরা ফাতেহি। তাঁর নাচের দক্ষতা এবং স্টেপ যে কাউকে মুগ্ধ করে। খুব অল্প সময়ের মধ্যে খ্যাতি কুড়িয়েছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। শুধু নাচ নয় নোর সৌন্দর্য ও বোল্ড স্টাইলেও ঝড় তোলেন অনুরাগীদের মনে। এবার অভিনেত্রীকে তাঁর খুদে ফ্যানের সঙ্গে ঠুমকা দিতে দেখা গেল। অভিনেত্রীর সঙ্গে নেচে আনন্দে আত্মহারা খুদে ভক্ত। লোরার লুকও ছিল বেশ আকর্ষণীয়। সিমার গোল্ডেন ডিপ কাট ওয়ান পিসে মহোময়ী লাগছিল অভিনেত্রীকে। সঙ্গে খোলা চুল ও একহাতে ঘড়ি পড়ে স্টাইল কমপ্লিট করেছেন।
অন্য খবর দেখুন