শিলিগুড়ি: উত্তরবঙ্গে অনশনে বসা জুনিয়র ডাক্তার (Doctor’s Hunger Strike) অলোকের অবস্থা আশঙ্কাজনক। দশমীর দিনে হাইব্রিড সিসিইউতে ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের (North Bengal Medical College Hospital) অনেশণকারী জুনিয়র চিকিৎসক অলোক কুমার ভর্মাকে। ১৪৭ ঘন্টা অতিক্রান্ত, এই পরিস্থিতিতে অনেকটাই শারিরীকভাবে অসুস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক অনশনকারী জুনিয়র চিকিৎসক অলোক কুমার ভর্মা। মূলত, আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি সহ ১০ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই জুনিয়র চিকিৎসক অলক ও সৌভিক আমরণ অনশনে বসেন।
আরও পড়ুন: অষ্টম দিনে অনশন, আরও তীব্রতর হচ্ছে ডাক্তারদের আন্দোলন
সাত দিন ধরে অনশনে বসার পর অলোকের শারীরিক পরিস্থতির অবনতি হয়েছে শনিবার। শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা যায় অলক কুমার ভার্মার। পরবর্তীতে তাকে হাইব্রিড সিসিইউ ভর্তি করা হয়। তবে এখনও অনশন জারি রেখেছে জুনিয়র চিকিৎসক সৌভিক ব্যানার্জি। তিনি আপাতত সুস্থ রয়েছেন। কলকাতার ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু গত বৃহস্পতিবার রাতে অনিকেত মাহাতের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে ভর্তি করানো হয় আরজি করেই। এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
অন্য খবর দেখুন