নয়াদিল্লি: উত্তর কোরিয়া (North Korea) তার সংবিধান বদলে এখন দক্ষিণ কোরিয়াকে একটি শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করল। প্রথমবারের মতো পিয়ংইয়ং এই বছরের শুরুতে নেতা কিম জং উনের (Kim Jong Un) জানানো আইনি পরিবর্তনগুলিও নিশ্চিত করল। জানুয়ারিতে কিম সিওলকে তাঁর দেশের প্রধান শত্রু হিসাবে ঘোষণা করে বলেছিলেন যে উত্তর আর পুনরায় একত্রিত হতে আগ্রহী নয়। সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর, দেশটি এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী রাস্তা এবং রেলপথ উড়িয়ে দিয়েছে। এটিকে একটি অনিবার্য এবং বৈধ পদক্ষেপ বলেও অভিহিত করেছে। উত্তর কোরিয়া বলেছে যে আন্তঃকোরীয় প্রধান সড়ক ও রেলপথের অংশগুলি সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে।
কিম জং উন শক্তিধর দেশ আমেরিকাকেও একের পর এক রক্তচক্ষু দেখিয়েছে। একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চমকে দিয়েছে। তাঁর একনায়কতন্ত্র মনোভাব সারা বিশ্বে চর্চিত। প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা উত্তর কোরিয়ার। এবার সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া।
আরও পড়ুন: হামাস প্রধান নিহত! ‘ধারণা’ ইজরায়েলি সেনার
দেখুন অন্য খবর: