পুরুলিয়া: মিলছে না বাংলার আলু। প্রতিবাদে এবার বাংলার সবজি আমদানিতে বাধা দেওয়া শুরু করল ঝাড়খন্ডবাসী। শুক্রবার সকলে পুরুলিয়ার বান্দোয়ানের আসনপানি সংলগ্ন বাংলা-ঝাড়খন্ড বর্ডার বন্ধ করল ঝাড়খণ্ডের বাসিন্দারা। এদিন বাংলার সবজি ঢুকতে বাধা দেয় তাঁরা। শুধু তাই নয়, নয় পুরুলিয়ার নির্মাণ শ্রমিকদেরও ঝাড়খন্ডে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন এই বাধার জেরে বর্ডার এলাকায় সবজিবোঝাই যানবাহন আটকে পড়েছে। এর জেরে ফের একবার সীমানা নিয়ে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল ঝাড়খন্ডের তরফ থেকে। প্রশাসনিক নয়, এবার নাগরিকদের মধ্যে এই বিবাদের আভাষ পাওয়া গেল।
আরও পড়ুন: গ্রেফতার ট্যাব কাণ্ডের মূল পান্ডা! অ্যাকাউন্ট জাল সহ কী কী অভিযোগ?
ঝাড়খন্ডবাসীর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খন্ড রাজ্যে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছে। সেই কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন ঝাড়খন্ডের সাধারণ মানুষ। তাই তাঁরা তাঁদের রাজ্যে বাংলার কোনও সবজি গাড়ি এবং বাংলার নির্মাণ শ্রমিকদের প্রবেশ করতে দেবেন না। এদিন সকালে সবজি নিয়ে ঝাড়খন্ড সীমানায় আটকে পড়ায় চরম সমস্যা পড়েছেন পুরুলিয়ার স্থানীয় সবজি চাষী ও স্থানীয় শ্রমিকরা। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে দাবি তুলেছেন তাঁরা। এখন দুই রাজ্যের প্রসাসন এই অচলাবস্থার কী সমাধান করেন, সেটাই দেখার।
দেখুন আরও খবর: