ইসলামাবাদ: বাংলাদেশের (Bangladesh) পথে এবার পাকিস্তান (Pakistan)? শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারের প্রতি জনরোষ বাড়ছে। রাস্তায় প্রতিবাদে নামছেন জনতা। বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে কট্টরপন্থীরা ঢুকে আন্দোলনের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে অনেকেই মনে করেন। সেজন্য আন্দোলন শেখ হাসিনা সরকারকে গদি ছাড়তে বাধ্য করেছে। পাকিস্তানেও সে ঘটনা ঘটতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্তি দেওয়ার দাবিতে তাঁর দল পিটিআই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে। তাঁর সঙ্গে পাকিস্তানে তলানিতে থাকা অর্থনীতি নিয়ে জনতার ক্ষোভ বাড়ছে। বিক্ষোভে দমাতে আসা পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে জনতার। সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।
প্রাক্তন ক্রিকেটার তথা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুমাসের মধ্যে পাকিস্তানে সরকার পড়ে যাবে। বাংলাদেশের থেকেও খারাপ পরিস্থিতি পাকিস্তানে। পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। পাকিস্তানে এক কট্টরপন্থী সংগঠন তরুণদের রাস্তায় প্রতিবাদ আন্দোলনে নামার আহ্বান করেছে।
আরও পড়ুন: বাংলাদেশে এবার সেনা বনাম সংখ্যালঘু, ফের অশান্তির আশঙ্কা
আরও খবর দেখুন