মুম্বই: শিল্পা শেঠির (Shilpa Shethi) স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ফের তলব করল ইডি (ED)। আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। কুন্দ্রাকে সোমবার বেলা ১১ টার মধ্যে সমস্ত নথিপত্র নিয়ে তদন্তকারি সংস্থার দফতরে আসতে বলা হয়েছে।
পর্নোগ্রাফি মামলা সহ অর্থ পাচারের তদন্ত চলছে অভিযুক্ত বলি তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। তার বাড়ি ও অফিসে অভিযান চালানোর দুই দিন পরে তাকে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে.
আরও পড়ুন: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে অচলাবস্থার মধ্যেই অসুস্থ একনাথ শিন্ডে
অভিযোগ, পর্নোগ্রাফিকাণ্ডের তদন্তে নেমে ‘হটশট’ নামে বিশেষ একটি অ্যাপের সন্ধান পায় মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। অ্যাপটির ক্রিয়াকলাপ পরিচালনা করত কুন্দ্রার সংস্থা আরমসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড। ২০২১ সালে কুন্দ্রাকে পর্নোগ্রাফি তৈরির অপরাধে গ্রেফতার করা হয়। দুমাস জেলে ছিলেন। পরে তিনি জামিনে মুক্ত হন।
পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। তবে রাজ কুন্দ্রা জানিয়েছেন, তাকে ফাঁসানো হয়েছে। পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরির সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন। ইডির দাবি, মোটা অঙ্কের বিনিময়ে ভিডিওগুলি বিদেশে পাচার করা হত। চলতি সপ্তাহে পর্নোগ্রাফিকাণ্ডের তদন্তে মুম্বই এবং উত্তরপ্রদেশের অন্তত ১৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তার পর রাজের বাড়িতেও হানা দিয়েছিল তারা।
দেখুন অন্য খবর: