কেরল: ‘বিধানসভা এবার ওয়েনাড়ের (Wayanad) কন্ঠস্বর শুনবে’, রাজ্যের মানুষের উদ্দেশে এই অভাবনীয় জয় উৎসর্গ করে এই বক্তব্য রাখলেন আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) । এই প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বাজিমাত করে দিয়েছেন প্রিয়াঙ্কা। সিপিএম-বিজেপিকে এক ফুৎকারের উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী।
শনিবার ভোটের রেজাল্ট বের হওয়ার পরেই প্রিয়াঙ্কা জয়ের দিকে এগোতে থাকেন। রাহুলের মার্জিনকেও পিছনে ফেলে এগিয়ে যান তিনি। শেষ পাওয়া খবর অনুসারে, ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এখনও পর্যন্ত ৬, ১৭,৯৪২টি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।
আরও পড়ুন: মহারাষ্ট্রে এগিয়ে মহাযুতি, ঝাড়খণ্ডে জোর লড়াই
কংগ্রেস নেত্রী বলেন, ‘তিনি এবার সংসদে ওয়েনাড়ের জনগণের কন্ঠস্বর হওয়ার জন্য অপেক্ষা করছেন। এই অভাবনীয় জয়ের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধীকে।‘
উল্লেখ্য,রাহুল গান্ধী আসনটি ছেড়ে দেওয়ার সময় বলেছিলেন ওই আসনে তিনি যোগ্য প্রার্থীই দেবেন। শেষপর্যন্ত দাঁড় করান দিদি প্রিয়াঙ্কাকে। ওয়েনাড় থেকে ৩.৬৫ লাখ ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। আর প্রিয়াঙ্কা জিতলেন ৪ লাখেরও বেশি ভোটে।
প্রিয়াঙ্কা এদিন মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করে তাঁকে প্রচারে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ওয়েনাড়ের আমার প্রিয় ভাই ও বোনেরা আমাকে এত বিশ্বাস, ভরসা করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চিত করব যে, আপনারা যোগ্য প্রার্থীকে বেছেছেন। আমি আপনাদের সেই আশা ও স্বপ্নকে পূরণ করব’। এই সম্মান তাঁকে যে অতুলনীয় ভরসার জায়গা দিয়েছে, তার জন্য তিনি আপ্লত। তিনি ওয়েনাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছেন’।
প্রিয়াঙ্কা বলেন, আমার সমস্ত সহকর্মীরা, কেরলজুড়ে সমস্ত, নেতা, কর্মী, স্বেচ্ছাসেবক এবং আমার অফিসের সহকর্মীরা যারা এই প্রচারাভিযানে কঠোর পরিশ্রম করেছেন। আপনার এই সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে সমর্থনের জন্য ১২ ঘণ্টা না বিশ্রাম করে, না খেয়ে তারা আদর্শের জন্য বীর সৈনিকের মতো সত্যিকারের লড়াই করেছেন।
প্রিয়াঙ্কার আরও সংযোজন, ‘আমার মা, রবার্ট এবং আমার দুটি রত্ন – রায়হান এবং মিরায়ার কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমাকে যে ভালোবাসা ও সাহস দিয়েছেন তার জন্য কোনও কৃতজ্ঞতাই যথেষ্ঠ নয়। আমার ভাই, রাহুলের কাছে, আপনি তাদের সবার মধ্যে সবচেয়ে ঋণী। আমাকে সাহসী পথ দেখানোর জন্য এবং সবসময় আমার পিছনে থাকার ধন্যবাদ।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২ জায়গা থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। একটি হল রায়বেরিলি এবং অন্যটি কেরলের ওয়েনাড। লোকসভায় ওয়েনাড থেকে রাহুল গান্ধী পেয়েছিলেন ৬,৪৭,৪৪৫ ভোটে। জিতেছিলেন ৩,৬৪,৪২২ ভোটে। তাঁকে ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা।
দেখুন অন্য খবর: