ভাঙড়: রাজ্যে মাথাচাড়া দিয়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। ভাঙড়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম গায়িত্রী পাত্র। মৃতার বয়স ৫৪। যদিও মৃত্যু নিয়ে পরিবারের কেউ মুখ খুলছে না। সূত্রের খবর, প্রথমে জ্বর নিয়ে স্থানীয় নলমুড়ি হাসপাতালের ভর্তি হন গায়িত্রী। তারপর সেখান থেকে আইডিতে ভর্তি করানো হয়েছিল। আইডিতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় তাঁর। ঘটনা জানাজানি হতেই ভাঙড় ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভিআরপি, ভিসিটি কর্মীরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্প্রে করতে শুরু করেছে। শুকনো ডাঙায় স্প্রে করাতে সমালোচনা বিরোধীদের।
আরও পড়ুন: বাঙ্গুর হাসপাতালে রোগীদের জন্য অত্যাধুনিক সুবিধা, কীভাবে?
প্রসঙ্গত, ডেঙ্গির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও (Malaria)। প্রশাসনের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রাজ্যের আটটি জেলায়। জেলাগুলি হল, আলিপুরদুয়ার, বাঁকুড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্যজেলা। পরিস্থিতি সামাল দিতে ৮ কোটি টাকার বিশেষ মশারি কিনছে স্বাস্থ্যভবন। এই মশারি ম্যালেরিয়া উপদ্রুত এলাকার মানুষের জন্য কেনা হয়েছে। মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের ২ লক্ষ মশারি কেনা হচ্ছে।
দেখুন ভিডিও