কলকাতা: টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এ বার সাসপেন্ড (OC Tala Abhijit Mondal Suspended) করা হল। আরজি কাণ্ডে (RG Kar Incident) তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। গ্রেফতারির ৪দিন পর কলকাতা পুলিশ সাসপেন্ড করল ওসিকে। পুলিশ সূত্রের খবর, কোনও সরকারি কর্মী গ্রেফতার হয়ে ৪৮ ঘণ্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে তাঁকে নিয়ম মাফিক সাসপেন্ড করা হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। গ্রেফতারের ৪দিন পর সাসপেন্ড করা হল ওসি অভিজিৎ মণ্ডলকে।
আরও পড়ুন: বৈঠক নিয়ে কী বললেন জুনিয়র ডাক্তাররা?
গত শনিবারই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন টালা থানার ওসি অডিজিৎ মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তথ্যপ্রমাণ লোপাট করার ক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের হাত আছে। জিজ্ঞাসাবাদের সময় সিবিআইকে জানিয়েছিলেন, তদন্তের সময় তিনি কোন কাজ করেছিলেন এবং কোথায় থেমে ছিলেন তাও জানান। তা থেকে প্রমাণ লোপাটের তথ্য জোড়াল হয়েছে। পাশাপাশি,মঙ্গলবার তদন্তকারীরা সুপ্রিম কোর্টে দাবি করেছেন, ঘটনার দিন অর্থাৎ ৯ অগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মধ্যে মোবাইলে সবচেয়ে বেশি কথা হয়েছিল। দু’দিন আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা করে আসেন কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা। অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে আশ্বস্ত করেন কলকাতা পুলিশ তাদের পাশে রয়েছে। এতকিছুর পর কলকাতা পুলিশই অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল।
অন্য খবর দেখুন