কলকাতা: পৃথিবীর আয়ু এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলতেই থাকে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, বিশ্ব উষ্ণায়ন, যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি পৃথিবীকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে যেদিন মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে, সেদিন শুধুমাত্র অক্টোপাস রয়ে যাবে। উল্লেখ্য, অক্টোপাস হল পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। বিজ্ঞানীরা বলছেন, আটপেয়ে এই সামুদ্রিক প্রাণী অসাধারণ অভিযোজন ক্ষমতা এবং জটিল সমস্যার সমাধান করার দক্ষতা নিয়ে জন্মায়। এমনকি, তারা নিজেদের ক্লোন তৈরি করতেও সক্ষম। সহজ ভাষায় বললে, সঠিক পরিস্থিতি তৈরি হলে অক্টোপাস আস্ত এক সভ্যতা গড়ে তুলতে পারে।
আরও পড়ুন: শিশুদের উপর কাজ করছে না ম্যালেরিয়ার অসুধ! চিন্তায় চিকিৎসকরা
বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন যে, জলবায়ুর পরিবর্তন এবং লাগাতার যুদ্ধ একদিন মানুষের অস্তিত্বকে শেষ করে দিতে পারে। এভাবে চলতে থাকলে, একসময় মানুষের বিলুপ্তি অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তবে প্রকৃতি কখনোই শূন্যতা পছন্দ করে না। এক যুগের শেষ হলে নতুন এক যুগ শুরু হয়। প্রাগৈতিহাসিক ডায়নোসরদের বিলুপ্তির পর মানব সভ্যতা গড়ে উঠেছে পৃথিবীতে। সেই কারণে বিজ্ঞানীরা মনে করছেন যে, একদিন যদি কোনও কারণে পৃথিবী থেকে মানুষের বিলুপ্তি ঘটে, তাহলে অক্টোপাস পৃথিবীর পরবর্তী শাসক প্রাণী হতে পারে।
দেখুন আরও খবর: