পশ্চিম বর্ধমান: খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের কাজরা এরিয়ার মাধবপুর কোলিয়ারিতে। ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটা নাগাদ। কোলিয়ারিতে নিরাপত্তা বিষয়ক গাফিলতি রয়েছে এই খবর পেয়েই খবর সংগ্রহে যান সাংবাদিকরা। খনির বাইরের যেখানে খনি শ্রমিকরা বসে থাকেন সেখানে ছবি তুলতে গেলে হঠাৎ করে কোলিয়ারির সেফটি অফিসার রিষভ গুপ্তা নামে এক ইসিএল আধিকারিক সাংবাদিকদের হেনস্তা করেন। নিরাপত্তার গাফিলতির কথা প্রকাশ্যে যাতে না আসে সে খবর চাপতে সেফটি অফিসার মরিয়া হয়ে সাংবাদিকদের ধাক্কাধাক্কি করে মোবাইল ছিনিয়ে নেয়। যদিও পরে ঘটনাস্থলে আসেন কোলিয়ারির ম্যানেজার। যিনি সেফটি অফিসারের এহেন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন।
তবে এই বিষয়ে কোলিয়ারির শ্রমিক সংগঠন কে কে এস সির সম্পাদক অজয় সিং বলেন, কোলিয়ারিতে দুটি চানক রয়েছে। কয়েকদিন আগে বৃষ্টির কারণে জল ঢুকে যাওয়ায় বন্ধ একটি চানক। কিন্তু বৃষ্টির জল ঢুকে কোলিয়ারির চানক বন্ধ হওয়ার পিছনে ইসিএল আধিকারিকদের হাত রয়েছে বলে মনে করছেন শ্রমিক সংগঠনের লোকেরা। কারণ ওই চানকটি থেকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পাম্প। আর পাম্প না থাকার কারণে জলে ডুবেছে চানকটি বলে অভিযোগ। তাই পাশের চানকের থেকেই হচ্ছে কোলিয়ারির কাজ। এই মুহূর্তে এই চানকে কোনওরকম দুর্ঘটনা ঘটলে খনির নীচে মৃত্যু হতে পারে অনেক শ্রমিকের। জীবনের ঝুঁকি নিয়েই খনির নীচে যেতে হচ্ছে শ্রমিকদের। এরকম পরিস্থিতিতে খনির অবস্থা কেমন সেটা প্রকাশ্যে আনতেই সাংবাদিকরা খবর সংগ্রহে যায় সেখানে। এই ধরনের খবর প্রকাশ্যে আসুক চায় না খনির সেফটি অফিসার। এ কারণেই সাংবাদিকদের খবর সংগ্রহ করতে বাধা দিয়ে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল।
আরও পড়ুন: চাইল্ড কেয়ার লিভে মহিলাদের সমান পুরুষদের ছুটি
আরও খবর দেখুন