নয়াদিল্লি: আম আদমি পার্টির (AAP) প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) জামিন পাওয়ায় ক্যামেরার সামনে কেঁদে ফেললেন বর্তমান শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা (Atishi Marlena)। শুক্রবার স্কুলের একটি অনুষ্ঠানে তিনি বলেন, সত্যের জয় হল। দিল্লির ছাত্রছাত্রীরা জয়ী হয়েছে। গরিব ছাত্রছাত্রীদের ভালো শিক্ষা দেওয়ার জন্য ওঁকে জেলে ভরা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়ার জেল হয়েছিল।
আপ নেত্রী এদিন বলেন, সত্যের জয় হল। তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি দিল্লির শিশুদের ভালো ভবিষ্যৎ দিয়েছিলেন। ১৭ মাস পরে তিনি জামিনে মুক্ত হলেন। আমরা অপেক্ষা করছি একইভাবে দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জেল থেকে বেরিয়ে আসবেন। গত বছর ২৬ ফেব্রুয়ারি সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। গত বছর ৯ মার্চ ইডি তাঁকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জামিন পেলেন মণীশ সিসোদিয়া
সিসোদিয়ার ১৭ মাস জেলে থাকার কথা উল্লেখ করে বিচারপতি বি আর গভই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলে, ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টে দ্রুত বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন আপ নেতা। দ্রুত বিচার প্রক্রিয়ার পবিত্রতার উপর জোর দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, সিসোদিয়ার মামলায় অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল ট্রায়াল কোর্ট (Trial Court) এবং হাইকোর্টের (High Court)। প্রসঙ্গত, আগে আপ নেতার জামিন না-মঞ্জুর করেছিল দুই আদালতই।
আরও খবর দেখুন