কলকাতা: ফের আন্দোলনের (Movemnet) ডাক দিয়ে পথে নামছে কুর্মি (Kurmi) সমাজ। আগামী ২০ ডিসেম্বর রেল (Rail) ও বাস (Bus) রোকো আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এবার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই আন্দোলনের পথে স্তব্ধ হতে চলেছে গণ পরিবহন ব্যবস্থা। ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ।
আবেদনকারি সেরু সোরেন জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তিনি। আবেদন মঞ্জুর করল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে শুনাইর সম্ভাবনা।
আরও পড়ুন: মঙ্গলে দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ৩ দিনের সফরে কী কী কর্মসূচি?
গত বছরেও একইভাবে রেল আন্দোলনের ডাক দিয়ে লাগাতার আন্দোলন চালিয়েছিল কুর্মি সমাজ। তার জেরে বেশ কিছু লাইনে ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। এর আগেও কুর্মিরা তপসিলি উপজাতি তালিকাভুক্ত, সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একাধিকবার আন্দোলনের পথে নেমেছে।
দেখুন অন্য খবর: