কলকাতা: রাত পেরিয়ে সকালেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা (Junior Doctor’s Protest on RG Kar Issue)। এদিন বেলা বাড়তেই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বিজেপি বিধায়ককে দেখে ‘গো ব্যাক’ স্লোগান তুলবলেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের গোব্যাক স্লোগান শুনে কেঁদেই ফেললেন বিজেপি বিধায়ক। যদিও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার দাবি, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রঙ লাগাতে আসিনি। দলীয় কার্যালয়ে কাজে এসেছেন। তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে তাঁর।
আরও পড়ুন: আন্দোলনে প্রস্তুত, নবান্নে বার্তা জুনিয়র চিকিৎসকদের
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিলেন। সেই সময় পেরিয়ে গেলেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র জাক্তাররা সাফ জানিয়েছে, যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা আন্দোলনে অবস্থান করবেন। বুধবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ জানালেন, তারা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। ২৫ জনকে যাওয়ার অনুমতি দিতে হবে। তাহলেই নবান্নে বৈঠকে বসতে প্রস্তুত তাঁরা।
দেখুন ভিডিও