দক্ষিণ ২৪ পরগনা: রবিবার সকাল থেকেই জেলা থেকে বাস, গাড়িগুলির গন্তব্য ছিল কলকাতার ধর্মতলা (Dharmatala)। সেরকমই ২১ জুলাই সভায় আসার পথে দুর্ঘটনার (Accident) কবলে একটি গাড়ি। ক্যানিংয়ে (Canning) তৃণমূল কর্মীদের হাসপাতালে ভর্তি করানো হল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাঁদের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এলাকার বিধায়ক শওকত মোল্লা।
গাড়িতে করে তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন। ক্যানিংয়ের কালিকাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। আহত হন চালক সহ যাত্রীরা। আট জন তৃণমূল কর্মীর আহত হওয়ার খবর মিলেছে। তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাস্তায় রাস্তায় ভিড় কর্মী সমর্থকদের। শহর ও শহরতলি থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা ধর্মতলায় আসেন। সুন্দরবন থেকে নদী পথেও অনেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: বাংলার মানুষ বিরোধীদের দেখিয়ে দিয়েছে মাথা নত করবে না, টুইট অভিষেকের
আরও খবর দেখুন