কলকাতা: কলকাতার গল্ফগ্রিন এলাকায় কাটা মুণ্ডু উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে একজনকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। পুলিশ সূত্রের খবর, আটক হওয়া ব্যক্তির নাম আতিকুর লস্কর। ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় আতিকুরকে দেখা গিয়েছিল। সেই কারণে পুলিশ তাঁর সন্ধান চালাচ্ছিল। শুক্রবার ভোরের দিকে তার গতিবিধি ট্র্যাক করতে সক্ষম হয় পুলিশ। ওই রাতে সে গল্ফ ক্লাব এলাকায় ছিল বলে খবর। তারপরেই অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তি ওই মহিলার আত্মীয় বলে সূত্রের খবর।
আরও পড়ুন: কেষ্টপুরে গৃহবধূর রহস্য মৃত্যু! খুনের কিনারা পুলিশের
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম খাজিদা বিবি। তিনি ছিলেন মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা এবং তাঁর বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে। এদিকে ধৃত আতিকুর লস্কর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসকভাঙা পঞ্চগ্রামের বাসিন্দা। অর্থাৎ, খাজিদার শ্বশুরবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন ধৃত সন্দেহভাজন। সেই কারণে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, প্রেমঘটিত কারণে এই খুন হয়ে থাকতে পারে। তবে খুনের আসল কারণ জানতে ধৃত আতিকুর লস্করকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেখুন আরও খবর: