কলকাতা: বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল অনলাইনে স্নাতক স্তরে ভর্তির (College Admission Graduation Level) প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল চালু হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে একসঙ্গে প্রায় ২৫টি কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে। বুধবার একটি সাংবাদিক বৈঠক থেকে এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Bose)। তিনি বলেন, এর মাধ্যমে স্নাতক স্তরে ভর্তিতে স্বচ্ছতা আসবে। ভর্তি নিয়ে বারবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। পড়ুয়াদের কথা মাথায় রেখে এই পোর্টাল চালু করা হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে প্রার্থীরা রাজ্যের সরকারি এবং সরকারি-পোষিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির গোটা প্রক্রিয়াই চলবে এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। কোন কলেজে নাম উঠেছে, কত নম্বরে নাম আছে, কোন কোর্সে কত আসন আছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যও মিলবে এই পোর্টালে। আগামী ২৪ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় পোর্টালটি পরিচালনা করবে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ । এই মর্মে সমস্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকও করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রীর বয়ানের ভিত্তিতে মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর রেলের
জানা গিয়েছে, এই ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়ারা সর্বোচ্চ ২৫টি কোর্সে একই সঙ্গে আবেদন জানাতে পারবেন। ৭,২১৭টি কোর্সের মধ্যে থেকে একাধিক বিষয় এ ক্ষেত্রে বেছে নিতে পারবেন পড়ুয়ারা। ২৪ জুন থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। ৭ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন। ১২ জুলাই প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ৭ অগাস্ট থেকে শুরু হবে ক্লাস। দ্বিতীয় দফায় মপ আপ রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ৮ অগাস্ট। এর জন্য আলাদা করে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। ভর্তি হওয়ার জন্য অনলাইন মাধ্যমেই টাকা জমা দিতে হবে।
অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে মোট ২৩টি জেলার কলেজের নাম দেওয়া আছে। জেলাভিত্তিক কলেজের তালিকা বেছে নিতে পারবেন পড়ুয়ারা। নতুন পদ্ধতিতে প্রথমে পছন্দের কলেজে আবেদন জানাতে না পারলে পরবর্তী কালে পড়ুয়ারা নিজের পছন্দের কলেজে সহজেই ভর্তি হতে পারবেন। সে ক্ষেত্রে আগে ভর্তি হয়ে যাওয়া কলেজের ফি নতুন কলেজে ভর্তি হওয়ার সময় পড়ুয়ারা ব্যবহার করতে পারবেন। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সংখ্যালঘু কলেজ-সহ স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ভর্তি হওয়ার পর রাজ্য সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
অন্য খবর দেখুন