পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির (Keshiary) ঘটনা। ওই নেত্রীকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপি-র মণ্ডল সভানেত্রী মৌমিতা সিংহ আক্রান্ত হন। তৃণমূল নেত্রী কল্পনা শিট সহ অন্যান্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন মৌমিতা সিংহ। নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করে নিন্দা করেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল ৩টা নাগাদ তিনি পৌঁছে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন বিজেপি নেত্রী মৌমিতা সিংহের সঙ্গে সাক্ষাৎ করে বিকেল সাড়ে তিনটা নাগাদ হাসপাতাল থেকে বেরোন তিনি।
আরও পড়ুন: ডেবরার ঘটনায় এসপিকে রিপোর্ট দিতে হবে, নির্দেশ হাইকোর্টের
শুভেন্দু বলেন, অর্থ স্থায়ী সমিতির বৈঠকে ডেকে তৃণমূলের গুন্ডা কল্পনা শিটের নেতৃত্বে দুষ্কৃতীরা কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহের উপর ক্ষেপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে। নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। আমি সবার প্রথমে বিডিওর গ্রেফতারি চাইব। কারণ, উনিই বৈঠকে ডেকেছিলেন। তারপর সরকারি অফিসে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে এটা প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন হার্মাদ সব একাকার করে দিয়েছেন। মূল অভিযুক্ত কল্পনা শিট যাতে গ্রেফতার হয়, জেলে যায়; সেটা আমি নিজে দেখব। আমি আমাদের নেতৃত্বকে নির্দেশ দিয়ে যাচ্ছি, অবিলম্বে মৌমিতা সিংহকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার জন্য।
আরও খবর দেখুন