পূর্ব বর্ধমান: পুজোর শেষ দিনে, দুর্গা মন্দিরে চুরি। নবমীর রাতে ৭০ লক্ষ্য থেকে ৮০ লক্ষ টাকার দুর্গার গহনা চুরি। কেতুগ্রামের চ্যাটার্জি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। উৎসব মুখরিত হয়ে রয়েছে আপামর বাঙালি। কিন্তু এরই মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম (Ketugram in East Burdwan) থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
আরও পড়ুন: দেবীর বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতে মন্ডল বাড়ির মহিলারা
জানা যায় শনিবার ভোর বেলায় পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জী এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল রাতে ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবী প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়। পরিবারের দাবি, দুর্গা প্রতিমার মাথায় থাকা সোনা-রুপো মেশানো দেড় কেজি ওজনের মুকুট চুরি গিয়েছে। এছাড়াও প্রতিমার গায়ে থাকা গয়নাও লুট হয়েছে। করা হয় সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গহনাই চুরি হয়ে গিয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ।
অন্য খবর দেখুন
https://youtu.be/TTnpUMJmyE4?si=Lr2UmXz17pGvxrwo