কলকাতা: সরকারি পরিকাঠামোর উপর নজরদারি চালানোর জন্য এবার রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হতে চলেছে ওটিপি ভিত্তিক অনলাইন মোবাইল অ্যাপ। প্রশাসনের উদাসীনতার ছবি বহু দিন থেকেই স্পষ্ট। এবার সেই বিষয়ে নজরদারি চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হতে চলেছে অ্যাপ।
এই অ্যাপ চালু করা হচ্ছে সরকারি পরিকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মান উন্নয়নের জন্য। নির্দেশ দেওয়া হল রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে।
কিন্তু অ্যাপের মাধ্যমে কীভাবে চলবে নজরদারি? তার জন্য ইতিমধ্যেই অর্থ দফতরের পক্ষ থেকে দেওয়া হয়েছে গাইডলাইন।
আরও পড়ুন: গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু
তিন ধরণের রঙয়ের সংকেত দিয়ে অ্যাপে জানিয়ে দিতে হবে পরিকাঠামোর বর্তমান অবস্থার কথা। এক, পরিদর্শন করা পরিকাঠামোটির এখনই কোন সংস্কারের দরকার না হলে তা সবুজ রঙ দিয়ে বোঝানো হবে, যেগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে তা হলুদ এবং জরুরী ভিত্তিতে সংস্কারের প্রয়োজন আছে তা লাল সংকেত দিয়ে বোঝাতে হবে অ্যাপের মধ্যেই। পরিকাঠামোর বর্তমান ছবি জিও ট্যাগিং ও রিয়েল টাইমিং কিনা তাও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ওই অ্যাপের মাধ্যমে ছবি তুলে সেখানে পোস্ট করতে হবে, এবং তা দ্বারাই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে।
এই অ্যাপের মাধ্যমে নজরদারির কাজ পরিচালনা সঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য ব্লক মহকুমা জেলা ও রাজ্যস্তরে প্রতিটি দফতরের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। দফতরের নিযুক্ত এই নোডাল অফিসারই জেলা থেকে আসা রিপোর্টগুলি বিভাগীয় প্রধানের নজরে আনবে। এই ব্যবস্থার মাধ্যমে সরকারি আধিকারিকদের পরিকাঠামো নজরদারিতে আরও দায়িত্বশীলভাবে গড়ে তোলা হবে বলেই মনে করা হচ্ছে নবান্নের তরফ থেকে।
নোডাল অফিসারদের পক্ষ থেকে নজরদারিতে রাখতে হবে রাজ্য সরকারের স্কুল-কলেজ, আইসিডিএস সেন্টার, রাস্তা, হাসপাতাল, ছোট সেতু, বাঁধ নির্মাণ সহ বিভিন্ন সরকারি পরিকাঠামোর উপর। জেলাশাসক, মহকুমাশাসক থেকে ব্লক স্তরের প্রত্যেক আধিকারিকদের তাদের এক্তিয়ারে থাকা সরকারি পরিকাঠামো সপ্তাহে একদিন পরিদর্শন করতেই হবে ও আপের মাধ্যমে নথিভুক্ত করতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর