রাঁচি: ওড়িশার (Odisha) একাধিক জায়গায় টানা তিনদিন ধরে আয়কর তল্লাশিতে উদ্ধার প্রায় ২৫০ কোটি টাকা। গত বুধবার আয়কর দফতর হানা দিয়েছিল কংগ্রেসের (Congress) রাজ্যসভা সদস্য সাংসদ ধীরজ সাহুর বাড়িতে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবারও সাংসদের বাড়ি থেকে বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা টাকা গোনার জন্য মেশিন আনা হয়। আসেন ব্যাঙ্কের প্রায় ৩০ জন কর্মী।
ওড়িশার একাধিক জায়গায় শনিবার দুপুরেও তল্লাশি চলে। বৃহস্পতিবার ২০০ কোটি টাকা গোনা সম্ভব হয়েছিল। শুক্রবার আরও ২৫ কোটি টাকা গোনা হয়। মেশিনের সংখ্যা কম থাকায় টাকা গুণতে সময় লাগছে। টাকা ভর্তি প্রায় ১৫০টি প্যাকেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মহুয়ার বহিষ্কার ইন্ডিয়া জোটকে চাঙ্গা করল
কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, “দেশবাসীর এই টাকার বান্ডিল দেখা উচিত এবং এই নেতাদের সত্য ভাষণ শোনা উছ্ত। জনগণের কাছ থেকে যা কিছু লুট করা হয়েছে, প্রত্যেকটা পয়সা ফেরত আসবে। এটাই মোদীর গ্যারান্টি।”
দেখুন আরও অন্য খবর