নয়াদিল্লি: আবার যুদ্ধের জিগির। আচমকাই পাকিস্তান (Pakistan) বিমান হামলা চালাল আফগানিস্তানে (Afganistan)। তালিবানি (Taliban) ঘাঁটিতে হামলা (Attack) হয়। মঙ্গলবার রাতে পাকতিকা রাজ্যের বারমাল জেলায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে আফগানিস্তান।
সাতটি গ্রামকে লক্ষ্য করে হামলা চলে। তার মধ্যে লামান গ্রামে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। মুর্গবাজার গ্রাম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াজিরিস্তানি শরণার্থীদের টার্গেট করা হয়েছে। আমাদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে। আফগানিস্তান প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। পাকিস্তানের জঙ্গিরা সীমান্ত লাগোয়া আফগানিস্তানে ঘাঁটি গেঁড়ে থাকে বলে অভিযোগ। পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান পাকিস্তানি সেনার উপর হামলা বাড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালিবান সরকার তাদের ঠাঁই দিচ্ছে। দ্য তেহরিক-ই-তালিবান পাকিস্তান ২০২২ সালের নভেম্বর থেকে পাকিস্তান সেনার উপর হামলা করছে। টিটিপি একাধিক ঘটনায় সেনার উপর হামলা করেছে।
আরও পড়ুন: ইউনুস সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে বিএনপি! হুঁশিয়ারি মহাসচিবের
ইতিমধ্যে পশ্চিম এশিয়ার একাধিক দেশে যুদ্ধ চলছে। ইজরায়েলের হামলায় বিপর্যস্ত গাজা, লেবানন, সিরিয়া। ওই যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে ইরান, ইয়েমেনেও। সম্প্রতি ইজরায়েলের রাজধানী তেলআভিভে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও চলছে। সেই যুদ্ধও এখনও থামার কোনও লক্ষণ নেই। তারই মধ্যে ফের দুই দেশের যুদ্ধের উত্তেজনা। এবার ভারতের নাকের ডগায় এই ঘটনা। এখন দেখার এই ঘটনায় জল কোন দিকে গড়ায়।
দেখুন অন্য খবর: