মুম্বই: ২০২৩ বিশ্বকাপে (World Cup) টপ ৪-এও আসতে পারেনি পাকিস্তান। শাহিন আফ্রিদি দলের পারফরম্যান্স নিয়ে যখন চতুর্দিকে সমালোচনা। তারই মধ্যে ফের বিতর্কে পাক ক্রিকেটার আব্দুল রজ্জাক। অভিনেত্রী ঐশ্বর্যা রাইকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক। এক টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘ঐশ্বর্যা’কে বিয়ের করার স্বপ্নের কথা জানান এই ক্রিকেট তারকা।
রজ্জাক বলেন, ‘‘যদি আমি ভাবি যে ঐশ্বর্যার সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। যদিও এই ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চান রজ্জাক। রজ্জাকের ক্ষমাপ্রার্থনার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন অমিতাভ।
আরও পড়ুন: ‘ভাইফোঁটা’য় হারানো ছেলেকে ঘরে ফেরালেন ‘কোয়েল’
অমিতাভ বচ্চন লেখেন, ‘হাতজোড় করা ইমোজি মানে ক্ষমা চাওয়ার ইমোজির অর্থ কাগজে ছাপা অর্থের থেকে অনেক বেশি।’ তবে, কারও নাম নেননি বিগ বি। তবে নেটিজেনদের ধারণা পরোক্ষে রজ্জাককেই কটাক্ষ করেছেন বিগ-বি।
অন্য খবর দেখুন: