নয়াদিল্লি: দুমাসের মধ্যে পাকিস্তান (Pakistan) সরকারের পতন হতে পারে। এমনই বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) দলের সুপ্রিমো। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর বেশি দিন চলবে না বলে ইঙ্গিতবাহী মন্ত্য করলেন ইমরান খান(Imran Khan)। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অস্থায়ী এজলাসে সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেছেন ইমরান।
ইমরান বলেন, সরকার একটি বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে আছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন। তাঁরা কিছু মেনে নিতে চান না। আমি অনুমান করছি, এই সরকারের হাতে আরব মাত্র দুমাস সময় আছে। একইসঙ্গে তিনি আরও জানান, ক্ষমতাসীন সরকারের অধীন কোনও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের অধীনে কোনও নির্বাচন আয়োজন করতে চান না তিনি।
আরও পড়ুন: মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
আরও খবর দেখুন