ওয়েব ডেস্ক : তারিখ ২২ এপ্রিল ২০২৫। ভূস্বর্গে ঘটে গিয়েছিল এক নৃশংস ঘটনা। জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই ঘটনার পর কেটে গিয়েছে ৭১ দিন। এখনও ধরা পড়েনি হামলায় যুক্ত জঙ্গিরা। শুধু তাই নয়, একটি বড় দেশও নিন্দা করেনি এই হামলার। এই বিষয়টি প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) সরকারের বিদেশনীতির ব্যর্থতা বলে মনে করছে বিভিন্ন মহল।
পহেলগাম ঘটনায় পাকিস্তানের (Pakistan) যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে এলেও তার কেউ নিন্দা করেননি আন্তর্জাতিক স্তরের বড় বড় নেতারা। এমনকি এর মাঝে পাকিস্তানের প্রতি নিজের “ভালোবাসা” প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald trump)। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে নৈশভোজ করেন তিনি। পাশাপাশি এত বড় ধরণের হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে জানা সত্বেও IMF তাদের ১ বিলিয়ন ডলারের বেলআউট মঞ্জুর করে। ওয়ার্ল্ডব্যাঙ্কও (World bank) পাকিস্তানকে দীর্ঘমেয়াদে ৪০ বিলিয়ন ডলারের সাহায্যের কথা ঘোষণা করে। এর পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (Asian Development Bank) ৩৫০ মিলিয়ন ডলারের ঋণও অনুমোদন করেছে।
আরও পড়ুন : ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন ট্রাম্প? বড় মন্তব্য জয়শঙ্করের
এমনকি রাষ্ট্রপুঞ্জ (UN) নিরাপত্তা পরিষদে অ্যান্টি-টেররিজম কমিটির ভাইস-চেয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে পাকিস্তানকে। আর এসবের মধ্যেই সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল — জুলাই মাসের জন্য পাকিস্তান এখন UN Security Council-এর প্রেসিডেন্সি পদে আসীন।
ফলে সাধারণত প্রশ্ন উঠছে, যো মোদি সরকার তাদের বিদেশ নীতির প্রশংসা করত, তা কি একপ্রকার ব্যর্থ হয়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এটি শুধু বিদেশনীতির ব্যর্থতা নয় — এটি একটি কূটনৈতিক বিপর্যয়। বিজেপি (BJP) যে নিজেদের ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি করেছিল, এই অবস্থা সেই দাবির সম্পূর্ণ বিপরীত।
দেখুন আরও খবর :