কলকাতা: সৃজনশীল নৃত্যের একরাশ সমাগম। ছাত্রছাত্রীদের কলতান। যান্ত্রিক জীবনের অঙ্গনে একরাশ খোলা হাওয়া। সংস্কৃতির আলোক বিচ্ছূরণ। দ্রৌপদীর বৈপ্লবিক কাহিনী। রবিবার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চ (Mohit Maitra Manch) থেকে ছড়িয়ে পড়ল সৃষ্টির সুমধুর বাতাস। পাঞ্চালি(কুরুক্ষেত্রের নেপথ্যে), ভরতনাট্যম ও সৃজনশীল নৃত্য অনুষ্ঠানে মুগ্ধ দর্শকরা। প্রায় দেড়শোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বাগবাজার দিশা কালচারাল একাডেমির বার্ষিক অনুষ্ঠানে এই আয়োজন। ছিলেন সংস্থার কর্ণধার নন্দিনী সাহা ও পরিচালক-কোরিওগ্রাফার প্রতাপ রায়, সুজাতা রামালিঙ্গম, অর্কদেব ভট্টাচার্য, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দিশা মন্ডল ও সিনে গিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বিপু জন।
আরও পড়ুন: টাকা নেই, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙাতে আদালতে সন্দীপ ঘোষ
দেখুন অন্য খবর: