কলকাতা: অবশেষে অপেক্ষা অবসান, আসতে চলেছে ‘পঞ্চায়েত সিজন ৪’ (Panchayat Season 4)। জনপ্রিয় এই কমেডি-ড্রামা সিরিজে আবারও ফিরছে অভিষেক ও ফুলেরা গ্রামের চরিত্ররা। পর পর তিনটে সিজিন ব্যাপক সাড়া জাগিয়েছে দর্শক মহলে। জনপ্রিয়তার শিখরে পৌচ্ছে গিয়েছে ‘পঞ্চায়েত’। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় প্রাইম ভিডিও এক ভিডিও বার্তায় চতুর্থ সিজনের ঘোষাণা (Panchayat Season 4 Release Date) করেছে।
২০২০ সালে ৩ এপ্রিল ‘পঞ্চায়েত’-এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল। রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে তা প্রমাণ করে দিয়েছেন পরিচালক দীপক কুমার মিশ্র। যা ব্যাপক সাড়া ফেলে দেয় দর্শকমহলে। তারপর এক এক করে আরও দুটি সিজন রিলিজ করে। প্রতি সিরিজেই চমক দিয়ে থাকেন পরিচালক, কলাকুশীলবরা। পঞ্চায়েত-এর আগের তিনটি সিজন ব্যাপকভাবে জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে।
গ্রামীন ভারতের সহজ-সরল অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য এই সিরিজ সকলের কাছে বিশেষ স্থান করে নিয়েছে। এখনও পর্যন্ত তিনটি সিজন হয়েছে। চতুর্থটা কবে আসবে তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না।
আরও পড়ুন: আমি কৃত্রিম সৌন্দর্যে বিশ্বাস করিনা: করিনা
কমেডি-ড্রামা সিরিজে আবারও ফিরছে অভিষেক ও ফুলেরা গ্রামের চরিত্ররা। নির্মাতারা দিন ঘোষণা করে জানালেন, ২০২৫ সালের ২ জুলাই রিলিজ করবে ‘পঞ্চায়েত’ ফোর। সচিবজি, প্রধানজি, প্রহ্লাদ ও বিকাশ- ‘পঞ্চায়েত’-এর এই নতুন সিজনেও যে সিরিজের বিখ্যাত চারমূর্তিকে দেখা যাবে তা বলাই বাহুল্য। অ্য়ামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই সিরিজ।
অন্য খবর দেখুন