কলকাতা: সব হাসপাতালে (Hospital) প্যানিক বাটন, মহিলা পুলিশকর্মী, ১০ দফা নির্দেশিকা সহ স্বাস্থ্যসচিবকে (Health Secretary) চিঠি মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থের। আরজি করের ঘটনার পর থেকে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। এই আবহে ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থের বৈঠকের পরই হাসপাতালগুলির পরিকাঠামো, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ পদক্ষেপ করল নবান্ন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বসানো হবে প্যানিক বাটন। অভ্যন্তরীণ অভিযোগগ্রহণ কমিটি ও অন্যকমিটিগুলিকে সম্পূর্ণ সচল রাখতে হবে। কেন্দ্রীয়ভাবে একটি হেল্পলাইন নম্বর চালু করতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। এমনটাই বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, বুধবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও জুনিয়র ডাক্তাররা তুলে ধরেছিলেন তাঁদের কর্মস্থলে নিরাপত্তা সংক্রান্ত দাবি। তালিকায় এই দাবিগুলিও ছিল। জুনিয়র ডাক্তারদের দাবি, আলোচনায় মৌখিক আশ্বাস পেয়েছিলেন তাঁরা। কিন্তু বৈঠকের বিবরণী তৈরির সময় সেগুলি জায়গা পায়নি।
আরও পড়ুন: কেন্দ্রের সেরা পর্যটন গ্রামের তালিকায় রাজ্যের কোন জেলা? জেনে নিন
আরও খবর দেখুন