কলকাতা: নভেম্বর থেকে বাংলায় নিষিদ্ধ হচ্ছে পানমশলা, গুটখা (Panmasala Gutkha Prohibited), ঘোষণা করল নবান্ন। নবান্নর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে ৭ই নভেম্বর থেকে বাংলায় সমস্ত ধরনের গুটখা ও পান মশলা নিষিদ্ধ করা হচ্ছে। জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: দানার জের, কালীপুজোর আগে আগুন সবজি বাজার
রাজ্যের ৭ই নভেম্বর থেকে কোথাও গুটখা, পানমশলা পাওয়া যাবে না। এমনকী এগুলি মজুত করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। নির্দেশিকায় খাদ্যসুরক্ষার নির্দিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, যে সমস্ত জিনিসে তামাক ও নিকোটিন জাতীয় জিনিস ব্যবহার করা হয় সেগুলি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সেক্ষেত্রে গুটখা আর পানমশলা সেগুলিতে তামাক ও নিকোটিন জাতীয় জিনিস ব্যবহার করা হয় সেকারণে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই ধরনের পানমশলা ও গুটখার বিক্রি, মজুতকরণ, তৈরি করা, বন্টন করা নিষিদ্ধ করা হচ্ছে একবছরের জন্য। এর আগে দু’বার গুটখা-সহ একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রির উপর নির্দেশিকা জারি করেছিল নবান্ন। তবে আইনকে বুড়ো আঙুল খোলা বাজারেই অবাধে বিক্রি হয়েছে তামাকজাত দ্রব্য।
অন্য খবর দেখুন
