নদিয়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi center) খিচুড়ির বদলে পড়ুয়াদের দেওয়া হল পান্তা ভাত। খিচুড়ির বদলে পান্তা ভাত দেওয়ার অভিযোগ তুলে শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে তেহট্টের রঘুনাথপুর পঞ্চায়েতের অন্তর্গত জিতপুর হাবড়ীপাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়ারী কেন্দ্রে নিম্ন মানের খাবার দেওয়া হয়। আজ সকালে শিশুদের জন্য খাবার আনতে গেলে দেখা যায় খিচুড়ির বদলে পান্তা ভাত দেওয়া হচ্ছে। তা দেখেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। ওই কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
আরও পড়ুন: কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখে নিন এক নজরে
অভিভাবকদের অভিযোগ সব্জি যুক্ত খিচুড়ি দেওয়ার কথা রয়েছে। তা না দিয়ে সব্জি ছাড়া পান্তা ভাত দেওয়া হয়েছে। শিশুদের যে খাবার দেওয়া হচ্ছে সেখানে থাকছে না ডিম। কেন শিশুরা ডিম, সব্জি পাচ্ছে না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। শিশুরা পুষ্টি পাচ্ছে না এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিযোগ। যদি অভিযোগ অস্বীকার করে অঙ্গনওয়ারী কেন্দ্রের শিক্ষিকা। তার দাবি পান্তা ভাত নয় ডাল না থাকায় সাদা ভাত দেওয়া হয়েছে।
অন্য খবর দেখুন