কলকাতা: ভাঙল প্যান্টোগ্রাফ, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস। শনিবার ব্যান্ডল স্টেশনে ঢোকার আগে কামরূপ এক্সপ্রেসের (Kamrup Express) ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে হাওড়া ডিভিশনে বর্ধমান মেন লাইনে ব্যাহত হয় ট্রেন (Train Service Dispute) চলাচল। নাইনের উপর দাঁড়িয়ে পরে একের পর ট্রেন। এর জেরে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
আরও পড়ুন: রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি, শীত কী পালাবে?
জানা গিয়েছে, শনিবার হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছেড়েছিল কামরূপ এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগে রাত পৌনে ৮টা নাগাদ কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ভাঙা প্যান্টোগ্রাফের অংশ গিয়ে পড়ে ডাউন লাইনে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। নাইনের উপর দাঁড়িয়ে পরে একের পর ট্রেন। দ্রুত ওই প্যান্টোগ্রাফের অংশ সরিয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করেন রেলকর্মীরা। রাত পৌনে ৯টা নাগাদ প্যান্টোগ্রাফ সারিয়ে কামরূপ এক্সপ্রেসকে গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ১০টা ২০ মিনিট নাগাদ ব্যান্ডেল এবং চুঁচুড়ার মধ্যে পাওয়ার ব্লক স্বাভাবিক করা হয়েছে।
অন্য খবর দেখুন