কলকাতা: সম্প্রতি পরিচয় গুপ্তের ঝলক সামনে এসেছিল। তারপর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছিল। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। ঘোষণা করা হয়েছিল আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় হাজির হবে রণ রাজ পরিচালিত ছবি পরিচয় গুপ্ত (Parichoy Gupta)। তবে ছবি মুক্তির আগে ফের তা বাতিল করা হল। নির্মাতাদের তরফে ফের জানানো হয়েছে যে আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এই ছবি।
আরও পড়ুন: বিয়ের ছবি প্রকাশ করলেন অদিতি-সিদ্ধার্থ
১৯২৫-১৯৭০-এর সালের প্রেক্ষাপটে দানা বেঁধেছে ছবির গল্প। এটি একটি পড়ন্ত জমিদার বাড়ির গল্প। এক জমিদার ও তার প্রিয় আর্কিওলজিস্টের বন্ধু কে কেন্দ্র করে এই ছবির গল্প। আর্কিওলজিস্টের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত, আর দৃষ্টিহীন জমিদারের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে (Ritwick Chakraborty)। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিককে। এক অর্ধনারীশ্বরের ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে, তাঁর চরিত্রের নাম ‘সুবালা’। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে না পরিচয় গুপ্ত। ভাবনা এবং মানবিকতাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত। ছবির নির্মাতা ও পরিচালকের তরফে জানানো হয়, ‘পরিচয় গুপ্ত-এর মুক্তি কিছুসময়ের জন্য স্থগিত রাখা হল। আগামী ২০শে সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না পরিচয় গুপ্ত। আমরা দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থী। সবার ভালো হোক এটাই কামনা করি। সত্যের জয় হবেই।’
অন্য খবর দেখুন