কলকাতা: টলিউজ-বলিউড জুড়ে শুধুই বিচ্ছেদের খবর। একের পর এক সুখী দাম্পত্যে চিড় ধরছে। এসবের মাঝেই এবার উদাস পোস্ট করলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। গতবছরই আপ সংসাদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। এখন রাঘবের সঙ্গে সুখের ঘরকন্নায় ব্যস্ত অভিনেত্রী। তবে হঠাৎই কেন বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুড়ে ফেলার কথা বলছেন পরিণীতি?
আরও পড়ুন: পর্দায় চুমু খেলেই স্ত্রীকে বিশেষ উপহার দিতেন ইমরান
কয়েকদিন আগেই স্বামীর প্রশংসায় করে একটি পোস্ট করেছিলেন পরিণীতি। যেখানে সাফ লেখা- “তোমার মতো কেউ নেই।” এর মাঝেই পরিণীতি পোস্টে বিষাদের সুর। সেই পোস্ট থেকে দাম্পত্য অশান্তি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে হাতের উপর থুতনি রেখে আনমনা হয়ে কোনও এক অজানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন পরিণীতি। পোস্টে পরিণীতি লিখেছেন, আমি কিছু সময় বিরতি নিয়েছিলাম, তারপরই নিজের জীবনের প্রতি আমার চিন্তাভাবনাই পাল্টে গিয়েছে। এটা আমায় বোঝাল যে… জীবনে গুরুত্বহীন জিনিস (বা মানুষ) কে গুরুত্ব দিও না। নিজের মতো লোক খোঁজো, আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেল। আর দুনিয়া কী ভাবছে, সেটা নিয়ে চিন্তা কোরো না। তাই যেভাবে বাঁচতে চাও, সেভাবেই বাঁচো…।”
View this post on Instagram
অন্য খবর দেখুন