দিল্লি: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে ‘ইন্ডিয়া’ ব্লকের সাংসদরা। ভারতীয় সংবিধানের ৬৭(বি) ধারা অনুযায়ী এই অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিরোধী দলগুলির পক্ষ থেকে। জানা গিয়েছে, এই অনাস্থা প্রস্তাবে সায় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি, অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি সহ ‘ইন্ডিয়া’ ব্লকের অনেক ছোট-বড় দল। সূত্রের খবর, ইতিমধ্যে এই অনাস্থা প্রস্তাবে সই করেছেন বিভিন্ন বিরোধী দলের ৭০ জন সাংসদ। ‘ইন্ডিয়া’ ব্লকের অভিযোগ, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভা চালানোর কাজে একাধিকবার নিয়মভঙ্গ করেছেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে সংসদের উচ্চ কক্ষে শাসক দলের সদস্যদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, বিরোধী সদস্যদের বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
আরও পড়ুন: পার্লামেন্টে মোদি-আদানি, ক্যামেরা হাতে রাহুল; দিল্লিতে হচ্ছেটা কী?
অনাস্থা প্রস্তাবে সায় দেওয়া সদস্যরা জানিয়েছেন যে, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে বলা হলেও চেয়ারম্যান তাতে কোনও আগ্রহ দেখাননি। এছাড়াও, বিরোধী দলের সদস্যরা বক্তব্য রাখতে গেলে তাঁদের মাঝখানে থামিয়ে দিয়েছেন ধনখড়, এমন অভিযোগও শোনা গিয়েছে ‘ইন্ডিয়া’ ব্লকের সদস্যদের মুখে। এমনকি, অনাস্থায় সই করার পর অনেক বিরোধী সদস্য জানিয়েছেন, বাজেট অধিবেশনের সময় বিরোধীরা বাজেট নিয়ে আলোচনা করতে ইচ্ছাপ্রকাশ করলেও, চেয়ারম্যান সেই বিষয়ে কোনও আগ্রহ দেখাননি। এছাড়াও জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সদস্যদের ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগও করা হয়েছে। রাজ্যসভার নিয়মের ২৩৮(২) ধারা অনুযায়ী এটিকে বেআইনি বলে দাবি করেছেন বিরোধী সদস্যরা। এখন এই প্রস্তাব সংসদের উচ্চকক্ষে কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।
দেখুন আরও খবর: